মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

বাবার গীতিকবিতায় অন্তুর সংগীত পরিচালনায় “শোকাবহ আগস্ট”

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৪.০০ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ আগষ্ট বাংলার বিষাদ। আগষ্ট এলেই বাংলার আঙিনা ছেয়ে যায় রক্তজবায়, শোকের কালো ছায়ায় ম্রিয়মাণ হয় পদ্মা, মেঘনা, যমুনায়। জাতির পিতাকে হারানোর শোক বাংলার হৃদয়ে রক্তবিন্দু ঝরিয়ে যাবে চিরকাল।
শোকাহত হৃদয়ের এমন বিষাদ ও কালজয়ী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান নিবেদন করেছেন এইচ এ গোলন্দাজ। গীতিকবি বাবা এইচ এ গোলন্দাজের লেখা অনবাদ্য গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আগুন ও সামিনা চৌধুরী। ‘শোকাবহ অাগষ্ট’ শিরোনামে গানটি “AG Music” ইউটিউব চ্যানেলে ১৪ জুলাই সন্ধ্যায় অবমুক্ত হবে।
গানটির যাবতীয় টেকনিকাল কাজ সম্পন্ন করা হয়েছে ‘স্টুডিও রং’ থেকে। গানটির ভিডিওগ্রাফি, কালার ও এফএক্স এর কাজ সম্পন্ন করেছেন অাল অামিন শান্ত। গানটির লেখক গীতিকবি এইচ এ গোলন্দাজ জানান, ‘বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সুষ্ঠ চর্চা ও বিকাশে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। তাঁর দূরদর্শী পরিকল্পনার ফলাফলই অাজকের সমৃদ্ধ বাংলাদেশ। জাতির জনককে হারানোর বিষাদ প্রজন্মের মাঝে স্মরনীয় করে রাখতেই তার এ নিবেদন। সংগীতশিল্পী সামিনা চৌধুরী জানান গানটির কথা ও ভাবার্থ ভীষন হৃদয়স্পর্শী হয়েছে। বঙ্গবন্ধুর জন্য নিবেদিত গানে কন্ঠ দিতে পারাটা ভীষন সৌভাগ্যের মনে করেন।
গানটি নিয়ে সফতার অাশাবাদ ব্যাক্ত করে সংগীতশিল্পী অাগুন জানান, গানটির সুর ও সংগীত অায়োজন খুবই সুন্দর হয়েছে। সংগীত শিক্ষক লাকী অাখান্দ এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গানটির সংগীত পরিচালক অন্তু গোলন্দাজ জানান, জাতির জনক বঙ্গবন্ধু জন্য নিবেদিত বাবার লেখা গানটিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করতে পেরে তিনি ভীষন অানন্দিত। সুর ও সঙ্গীত সবকিছু মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলে তিনি আশাব্যাক্ত করেন। এ গান ছাড়াও আরও কয়েকটি নতুন গানের কাজও করছেন এই সংগীতশিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com