বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন ও ঈদের বন্ধ মিলিয়ে এক মাসেরও বেশি সময় ছন্দে ছিল না নাট্যাঙ্গন। বিক্ষিপ্তভাবে কিছু নাটকের শুটিং হলেও বড় পরিসরে কোনো কাজই এখনো শুরু হয়নি। পাশাপাশি নাটকসংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে ছিল শুটিং বন্ধ রাখার নির্দেশনা। এর আগে প্রচার চলতি কিছু ধারাবাহিক নাটকের শুটিং হয়েছে প্রতিকূল পরিবেশেই।বর্তমানেও এ ধরনের কিছু নাটকের শুটিং চলছে বলে জানা গেছে। কারণ শুটিং বন্ধ থাকায় নাটকগুলোর জমানো পর্ব শেষ পর্যায়ে চলে এসেছিল। তবে ১০ আগস্টের পর থেকে সব ধরনের নাটকের শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছে নাটকসংশ্লিষ্টরা। নাটকের সংগঠনগুলোর সমন্বিত সিদ্ধান্ত ছিল ৫ আগস্ট পর্যন্ত শুটিং না করার। এরপর সাংগঠনিকভাবে আর নতুন কোনো ঘোষণা না দেওয়ার কারণে ধরে নেওয়া যেতে পারে, এখন নাটকের শুটিং করায় কোনো বিধিনিষেধ আর নেই। এ প্রসঙ্গে টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গনমাধ্যমকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। দীর্ঘদিন নাটকের শুটিং বন্ধ থাকায় নাটকসংশ্লিষ্ট অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য হলেও শুটিং শুরু করা জরুরি ছিল। তবে যখনই শুটিং শুরু হোক না কেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করা বাধ্যতামূলক। কারণ সরকারিভাবে বারবার স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হচ্ছে। আমরা প্রত্যাশা করছি শুটিং যেন স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।’ এদিকে শুটিং হয় যেসব হাউজে সেগুলোর পরিচালনাকারীরাও রয়েছেন আর্থিক সংকটে। কারণ বেশিরভাগ শুটিংস্পটই বাড়ির মালিককে ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। শুটিং বন্ধ থাকলেও বাড়ি ভাড়া বন্ধ নেই।
Leave a Reply