ভার্জিনিয়ার একটি স্পর্শকাতর সেনা ঘাঁটির ওপর দিয়ে গাড়ী চালিয়ে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বরে দুই চীনা কর্মকর্তাকে বহিস্কার করে। বিষয়টি গোপন ছিল। রবিবার নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয় গত ৩০ বছরে যুক্তরাষ্ট্র এই কোনো চীনা কুটনীতিককে গুপ্তচর সন্দেহে বহিস্কার করলেন।
টাইমসের মতে দুইজনের মধ্যে অন্তত একজন চীনা গোয়েন্দা ছিলেন। বলা হয় ওই দুই কুটনীতিক তাদের স্ত্রীসহ ভার্জিনিয়ার নরফোর্কের স্পর্শকাতর সেনা ঘাঁটির চেকপয়েন্টে যান। চেকপয়েন্টের গার্ড তাদের অনুমতিপত্র না থাকায় ফিরিয়ে দেন। চীনা কর্মকর্তারা তা উপেক্ষা করে ঘাঁটির ভেতরে জোর করে ঢুকে পড়েন এবং তাদের সামনে ফায়ার ট্রাক দাড় করিয়ে তাদেরকে থামানো হয়।
এ বিষয়ে অবশ্য চীনা কর্মকর্তারা বলেন তারা ওই গার্ডের নির্দেশ বুঝতে পারেন নি এবং পথ হারিয়েছেন।
কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মমন্ত্রনালয় ওই চীনা কুটনীতিকদের কাজকর্ম ও চলাফেরার ওপর সতর্কতা জারি করেন।
Leave a Reply