দিলীপ কুমার দাস ও মাসুদ আলম, ময়মনসিংহ প্রতিনিধি: সচিবলায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কর্তৃক প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২০ মে, ২০২১) মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক এইচএম খায়রুল বাসার। সঞ্চালনা করেন সদস্য সচিব মশিউর রহমান কাউসার।বক্তব্য রাখেন সাংবাদিক ম. নূরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার এড. জসীম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন শাহিন, মো. হুমায়ুন কবির, তিলক রায়, আলী হায়দার রবিন, শামীম খান, প্রমুখ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামসহ সকল সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানোসহ আগামীকাল শুক্রবার (২১ মে/২০২১) উপজেলার সকল সাংবাদিকদের আহবান জানিয়ে একদিনের কলম বিরতির কমর্সূচি ঘোষনা করা হয়।
Leave a Reply