আমিনা আক্তারকে সভাপতি ও রাহাত রওশন আখন্দকে (দৈনিক সংবাদ সারাক্ষণ ) সাধারণ সম্পাদক করে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট ফোরামের (ইইউজেএফ) কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৩ মার্চ ) দুপুরে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির সমন্বয়ককারী জনাব মোহাম্মদ রফিউসান, উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি হলেন মোসাঃ মাহফুজা পারভিন , যুগ্ম-সম্পাদক আমানত হোসেন লাবিব ও নুসরাত জাহান মিম এবং সাংগঠনিক সম্পাদক মিথিলা নাহার তন্দ্রা।
এছাড়া কমিটির কোষাধ্যক্ষ হলেন জুনায়েদ আল মাকছুদ , ব্র্যান্ডিং এবং ক্রিয়েটিভ সম্পাদক সাইদুর মৃধা, দপ্তর সম্পাদক রিফাত আল মামুন, ইভেন্ট সেক্রেটারি সাহিদুর হাসান মাহমুদ, প্রচার সম্পাদক সুমাইয়া আক্তার রুমি , জনসংযোগ সম্পাদক মোফাজ্জল হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- নাফাতুল জান্নাত নাবিলা, সাদিয়া জান্নাত মেঘলা, সাদিয়া জাহান অপেক্ষা, উম্মে হাবিবা।
Leave a Reply