বেনাপোল বিভিন্ন সীমান্ত এলাকায় টানা পাঁচদিন অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে যশোর ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকেরা হলেন— খুলনার কয়রা থানার ইসলামপুর গ্রামের রুস্তম মাতবরের স্ত্রী রুবিনা খাতুন (৪০) ও ঢাকার মিরপুরের কোর্টবাড়ি এলাকার বাসিন্দা ময়নাল মোল্লা (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ জুন) থেকে শুক্রবার (২৭ জুন) রাত পর্যন্ত সীমান্তের বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, ঘিবা, মাসিলা, আন্দুলিয়া ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় অভিযানে স্বর্ণের বার, ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, শাড়ি-থ্রিপিস, কম্বল, ওষুধ, কাজু বাদাম, চাদর, চকলেট, কসমেটিকস ও বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মোট মূল্য ১ কোটি ৩০ লাখ ২ হাজার ৩৪০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিদিনের জব্দের পরিমাণ অনুসারে, সোমবার ৭ লাখ ৫১ হাজার টাকার, মঙ্গলবার ১৪ লাখ ৬৮ হাজার টাকা, বুধবার ৯৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকা, বৃহস্পতিবার ১৪ লাখ ৫৩ হাজার ৫৪০ টাকা ও শুক্রবার ১১ লাখ ৬৯ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধনিায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা এসব পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
– ইউএনবি নিউজ
Leave a Reply