সোমবার, ১২ মে ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

আমার দেশ পত্রিকার সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫.৪৭ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার বরগুনার আমতলী ডাকবাংলো সড়কের সামনে পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।
জানাগেছে, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন। দৈনিক আমার দেশ পত্রিকার আমতলী প্রতিনিধি রাশিমুল হক রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাদবর, প্রেসক্লাব সহ-সভাপতি এমএম নাসির মাহমুদ, সাংবাদিক ইকবাল তালুকদার, জেষ্ঠ্য প্রভাষক জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচএম দেলোয়ার,মাহবুবু বিশ্বাস টিটো, রিপন মুন্সি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন
এইচএম রাসেল, আল আমিন বাবু, ফখর উদ্দিন তহসিন, ইমরান হোসাইন, মিথুন কর্মকার,, সোহেল রহমান, গাজী নাশির ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com