সৈয়দ বশির আহম্মেদ, উত্তরা প্রতিনিধি:
আন্তর্জাতিক জুজুৎসু প্রতিযোগিতায় পদক বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে বোট ক্লাবে কারাটে খেলোয়াড়দের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ক্রিড়া সংগঠন “বাংলাদেশ জিজুৎসু এসোসিয়েশন” এর কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।

সংগঠনটির নেতারা জানান, জুজুৎসু একটি জাপানিজ মার্শাল আর্ট। জুজুৎসু থেকেইে কারাতে এবং জুডো’র উৎপত্তি।
বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রাপ্ত হয়।
বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ৪টি বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা, ৫টি এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতা, ২টি গ্রান্ড প্রিক্স প্রতিযোগিতা ও ১টি দক্ষিণ এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতাসহ মোট ১৩টি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ৮টি স্বর্ণ ও ৮টি রৌপ্য সহ মোট ৪২টি পদক জয়ের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এক অনন্য সম্মান বয়ে আনতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন দেখেন।
Leave a Reply