মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সরকারের গভীর নীলনকশার অংশ : মির্জা ফখরুল

  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৬.৩১ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সরকারেই গভীর নীলনকশা’র অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। ক্ষমতায় টিকে থাকতে তারা সব অপকর্ম করছে। কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এসব গভীর ষড়যন্ত্রের অংশ।’

আজ রোববার দুপুর পৌনে ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ভাস্কর্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ নিয়ে সারা দেশে বিক্ষোভ করছে আওয়ামী লীগ ও সমমনা দলগুলো।

এরই মধ্যে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁরা সবাই স্থানীয় ইবনে মাসউদ মাদ্রাসায় অধ্যয়নরত কিংবা সেখানকার শিক্ষক। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আবু বকর ও নাহিদ।

আওয়ামী লীগ রাষ্ট্রকে বিপন্ন করে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা (সরকার) মানুষের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ মতপ্রকাশ করতে পারে না। এ ভয়াবহ পরিস্থিতি থেকে জাতিকে উদ্ধার করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার ও রক্ত দিতে হয়। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে হত্যা করেছে। এই যে গণতন্ত্রের জন্য লড়াই, এই লড়াই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনারা হতাশ হবেন না। হটকারিও হওয়া যাবে না। ফ্যাসিবাদ হঠানোর আন্দোলন দীর্ঘ প্রক্রিয়া। এ পথ অনেক দীর্ঘ। এখানে ধৈর্যহারা হওয়া যাবে না।

‘আজকের গণতন্ত্রের সবচেয়ে বড় আপোসহীন নেতা খালেদা জিয়া। যিনি জীবনভর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন যে ফ্যাসিবাদ হঠানোর আন্দোলন, সবক্ষেত্রেই আপোসহীন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা সাধারণ কথা নয়। খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘একজন ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেন। গাড়িচালক কয়েক কোটি টাকা পাচার করেন। একজন ব্যক্তি কানাডায় আড়াই হাজার কোটি টাকা পাচার করেছেন। এরা সবাই আওয়ামী লীগের লোকজন। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বললেন, কানাডায় বেগমপাড়ায় অনেকে টাকা পাচার করেছে। তাদের তালিকা প্রকাশ করেন না কেন। পররাষ্ট্রমন্ত্রী বেগমপাড়ার নাম প্রকাশ করুন। জাতি সেটা জানতে চায়, কারা টাকা পাচার করে।

যারা জনগণের শাসনে তথা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা আজ সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাঁরাই আজ নিপীড়িত। ভারতের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, যেখানে গণতন্ত্রের সূতিকাগার, সেখানেও গণতন্ত্র নিপীড়ত।

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘অন্যকে হত্যা করার স্বাধীনতা, কথা বলতে না দেওয়ার স্বাধীনতা, এটাই আজ গণতন্ত্র। আমেরিকার সংস্থাও বলেছে, বাংলাদেশে বহু মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। এটাই আজকের গণতন্ত্রের নমুনা।

ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com