দীর্ঘায়িত করোনাভাইরাস সংক্রমন সত্ত্বেও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক জাজম্যানের স্বপ্ন নিয়ে পিক্সার অ্যানিমেটেড ছবি ‘সোল’ প্রদর্শনের মধ্য দিয়ে রোম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
গতমাসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো থিয়েটার হলের প্রবেশ মুখে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে দর্শকদের তাপমাত্রা পরিমাপের জন্য । পাশাপাশি দর্শকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং খুবই কম দর্শকদের জন্য অনুমতি দেয়া হবে।
উৎসবের পরিচালক আন্তোনিও মন্দা বলেন, ‘সবকিছুর চেয়ে সকলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির সংস্কৃতি মন্ত্রী দারিও ফ্রান্সেসিনি যোগ দেন এবং ইতালিয়ান অভিনেতাদের অভিনিত ‘সোল’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। গত সপ্তাহে লন্ডন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। ১৫ তম এই রোম চলচ্চিত্র উৎসব ২৫ অক্টোবর শেষ হবে।
Leave a Reply