আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দিনদুপুরে ডাকাতির দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকার বিশেষ জজ শহিদুল ইসলাম আসামিদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ল্যান্স করপোরাল মো. মনিরুল ইসলাম ওরফে রিপন, সৈনিক মো. লিটন হাওলাদার, সৈনিক মো. সাজ্জাদ হোসেন, সৈনিক মো. লুৎফর রহমান খান ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন খান। ঘটনার সময় সবাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১-এ কর্মরত ছিলেন। এর মধ্যে রিপন, সাজ্জাদ ও লুৎফর পলাতক। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘আসামিগণ রক্ষক হইয়া ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হইয়া ডাকাতির মতো ঘৃণ্য অপরাধ করায় তাহাদের বাহিনীর সুনামকে হুমকির মধ্যে ফেলেছেন। এ পরিস্থিতিতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান আবশ্যক বলে মনে করি।
আইনজীবী আরো বলেন, ‘রায়ে আসামিদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এ মামলায় মো. আলম খান ও স্যামুয়েল বৈদ্য নামের দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা পলাতক।’
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের জে কে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মাঈন উদ্দিন বাদী হয়ে এই ডাকাতির মামলা দায়ের করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জে কে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের হিসাবরক্ষক মো. সেলিম, প্রকৌশলী হানিফ, চালক নুরুল হক একটি কাভার্ডভ্যানে করে কোম্পানির ১৮ লাখ নয় হাজার ২০০ টাকা নিয়ে বনানীর সাউথইস্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বনানী ১৩ নম্বর রোডের মাথায় ‘লোটাস কামাল ভবন’-এর কাছে র্যাবের পোশাক পরিহিত একজন মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানের গতিরোধ করেন। এ সময় র্যাব সদস্য বলেন, গাড়িতে অবৈধ জিনিস আছে, চেক করতে হবে।
পরে সেখানে র্যাবের পোশাক পরিহিত আরো ৪/৫ জন উপস্থিত হয়ে চালক নুরুলকে কাভার্ডভ্যানের দরজা খুলতে বলেন। চালক দরজা খুলে দিলে র্যাব সদস্যরা হিসাবরক্ষক মো. সেলিম ও প্রকৌশলী হানিফকে র্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
এতে আরো অভিযোগ করা হয়, কিন্তু র্যাব কার্যালয়ে না নিয়ে ভাসানটেক থানার মাটিকাটা এলাকায় নিয়ে টাকার ব্যাগটি রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply