বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এই করোনাকালে ‘গণসঙ্গীতের আসর’ শিরোনামে নিয়মিত অনুষ্ঠান শুরু হচ্ছে ‘বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ ‘ এর ফেসবুক পেইজ থেকে। সাম্প্রতিক সময়ে অসংখ্য অনলাইন অনুষ্ঠানের ভিড়ে এ আয়োজনটি সূচিত হচ্ছে সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে।
সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সাড়া প্রদান এ অনলাইন-প্রয়াসটিকে সাহস জোগাবে সামনে এগিয়ে চলার। ‘গণসঙ্গীতের আসর’ এর প্রতি পর্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদভূক্ত দলসমূহের বরেণ্য দু’জন করে গণসঙ্গীতশিল্পী। সম্প্রচারিত হবে প্রতি রবিবার বাংলাদেশ-সময় রাত ৯টায়।
আগামী পর্ব ২৩আগষ্ট ২০২০ রবিবার অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সদস্যভুক্ত দলের সদস্যদ্বয় ক্রান্তি শিল্পী গোষ্ঠীর খ্রীষ্টফার গমেজ পল্লব ও সঙ্গীত সংগঠন পঞ্চভাস্কর এর নাহিয়ান দুরদানা শুচি।
সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ’ এর ফেসবুক পেইজে যথাসময়ে যুক্ত হবার জন্য সবার প্রতি বিনম্র আহ্বান এবং ‘গণসঙ্গীতের আসর’ লাইভ অনুষ্ঠানের পোস্টগুলো নিজ নিজ টাইম লাইনে ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
Leave a Reply