আল সামাদ রুবেলঃ কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা হারুন রুশো ,নাটকটি ঢাকার উওরা ,একটি শুটিং হাউজে ঈদের বিশেষ নাটক প্রবাসী পাত্রীর জন্য পাত্র চাই;। এই নাটকটিতে অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারজানা রিক্তা, নাঈমা আলম মাহা, ম আ সালাম, নীলা শেখ, মীরাক্কেল কায়কোবাদ , আরও অনেকে। ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।অভিনেতী নীলা শেখ বলেন এই নাটকে কাজ করে আমার বেশ ভালো লাগছে।আশা করি প্রবাসী পাত্রীর পাত্রীর জন্য পাত্র চাই নাটকটি দশকের কাছে ভালো লাগবে ,এবারে ঈদে আমি আরো বেশ কিছু নাটকে কাজ করেছি লেখাপড়া শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে বারেক। কিন্তু মামা-চাচার জোর না থাকায় ধরা দেয় না সোনার হরিণ। ঢাকা শহরে টিউশনি করেই কাটছে বারেকের দিন। একদিন দেয়াল পত্রিকায় প্রবাসী পাত্রীর জন্য পাত্র চাই; খবরে চোখ আটকে যায় বারেকের। সবকিছু ঠিকঠাক থাকলে মেয়ের খরচেই দেশের বাইরে নিয়ে যাওয়ার লোভনীয় প্রস্তাব ছিল সেই বিজ্ঞাপনে। ম্যারেজ মিডিয়ার লোকদের বদান্যতায় নওরীন নামের এক জাপানি প্রবাসী মেয়েকে খুব পছন্দ হয় তার। নওরীনের পরিবারও বারেককে খুব পছন্দ করে, এবার বিয়ের পালা। কিন্তু প্রবাসী পাত্রী বিয়ে করতে হলে পূর্ব শর্তানুযায়ী ম্যারেজ মিডিয়াকে দিতে হবে দুই লাখ টাকা, এতো টাকা কোথায় পাবে বারেক? এগিয়ে আসে তার ছাত্রী রুবিনা, যে স্যারকে প্রচ- ভালোবাসে। সে তার মায়ের গহনা চুরি করে তুলে দেয় স্যারের হাতে। শুরু হয় বারেকের জাপান যাওয়ার প্রস্তুতি। রাত জেগে জাপানি ভাষা শিক্ষার বই পড়তে গিয়ে কিংবা কলম দিয়ে চপস্টিক বানিয়ে তার ভাত খাওয়ার চেষ্টা বন্ধুদের হাসির খোরাক হয়। কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর পাল্টে যায় ম্যারেজ মিডিয়ার লোকদের আচরণ। বারেক বুঝতে পারে সে আসলে প্রতারিত হয়েছে। সবকিছু মিলিয়ে সে যখন হতাশ তখনই একদিন রেললাইনে দেখা হয় সেই কথিত জাপান প্রবাসী নওরীনের সাথে। কিন্তু চোখের পলকে হাওয়া হয়ে যায় মেয়েটা। বারেকের জানা দরকার কে এই নওরীন? কিন্তু সেকি নওরীনের দেখা পাবে? আব্দুল বারেক জাপান যাবে।
Leave a Reply