বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল : জয়া আহসান অভিনীত প্রায় শেষ হয়ে যাওয়া পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। করোনার কারণে এই পাঁচটি সিনেমার মধ্যে কয়েকটি সিনেমা এরই মধ্যে মুক্তি পাবার কথা থাকলেও আপাতত একটি সিনেমাও মুক্তির কোন উপায় থাকছে না। জয়া আহসান জানান কলকতায় প্রায় শেষ হয়ে আছে কৌশিক গাঙ্গুলী’র ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ ও সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’। এই তিনটি সিনেমাতেই জয়া আহসান অভিনয় করছেন সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে। আবার বাংলাদেশের নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার কাজও প্রায় শেষ হয়ে আছে। এই দুটি সিনেমাও করোনা’র কারণে আটকে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুটি সিনেমাও হয়তো এরইমধ্যে দর্শক দেখতে পেতেন। জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূত পরী, পেয়ারার সুবাস কিংবা বিউটি সার্কাস যে সিনেমার কথাই বলিনা কেন প্রত্যেকটি সিনেমারই গল্প অসাধারণ। যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার সেখানে আসলে সিনেমা মুক্তি’র কথা অনেক দূরের বিষয়। করোনার এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। সবাই মিলে মিশে করোনা’র এই ক্রান্তিকালটা ধৈর্য্য ধরে পার করতে হবে। তারপর না হয় বিনোদনের কথা ভাবা যাবে। সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় হোন, এটাই এখন বড় চাওয়া।’ এদিকে আজ জয়া আহসানের জন্মদিন। তবে এবারের জন্মদিন নিয়ে তার নিজের কোন বিশেষ আয়োজন নেই। জয়া আহসান বলেন, ‘চারিদিকে যে অবস্থা, এমতাবস্থায় আসলে নিজের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনাই আসলে নেই। তবে হ্যাঁ, এর আগে বেশ কয়েকটি জন্মদিনে আমি আমার পরিবারের কাছে থাকতে পারিনি শুটিং-থাকার কারণে। এ বছর জন্মদিনটা আম্মুর সঙ্গে থাকতে পারছি, পরিবারের কাছে থাকতে পারছি, এটা একটা বড় প্রাপ্তি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
Leave a Reply