সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

সোস্যাল সোল্ডার” হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ৮.২৬ পিএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

সোস্যাল সোল্ডার” হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের যুব সংগঠক ও ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । “সোস্যাল সোল্ডার” স্বীকৃতি দিয়ে রুহিত সুমন’কে একটি সনদ দিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার সংস্থা (ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন) । বাংলাদেশের আন্তর্জাতিক যুব সংগঠক মো. সুমন রহমান (রুহিত সুমন) । শৈশব থেকে অর্থাৎ প্রায় ষোল বছর ধরে সামাজিক কাজ করে যাচ্ছেন । সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, স্বাস্থ্যসেবা এবং মানবাধিকার রক্ষা, টেকশই উন্নয়ন, পরিবেশ রক্ষায় দেশে এবং বহির্বিশ্বে কাজ করে যাচ্ছেন ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী পরিবারের চেয়ারম্যান রুহিত সুমন । তার এ সুনাম ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও । ফলে তাকে “সোস্যাল সোল্ডার” অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে জাতীয় মানবাধিকার সংস্থা । এ প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ছোটবেলা থেকেই সামাজিক কাজ করে চলেছি । ইন শা আল্লাহ মানবতার কল্যাণে এবং সামাজিক উন্নয়নে কাজগুলো অব্যাহত থাকবে । করোনাকালিন সময়েও ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে সাধ্যমতো সুবিধাবঞ্ছিত শিশু, নারী এবং মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছি । ইতোমধ্যে অনেকেই সহযোগিতা পাবার জন্য আবেদন করেছেন । আমাদের ফান্ড এই মুহুর্তে শূন্য থাকায় সবার জন্য কিছুই করতে পারছি না । এই জন্য মনটি খুবই খারাপ । তাই সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও শিল্পতিদের কাছে সবিনয় অনুরোধ জানাবো তারা যেন আমাদের এই সমাজকল্যাণ প্রজেক্টে আর্থিক সহযোগিতা, অনুদান, খাদ্যসামগ্রী বা প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকেন । আমি মনে প্রাণে বিশ্বাস করি সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আঁধার, জয় হবে মানবতার । উল্লেখ্য, রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদানসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করে ময়ূরপঙ্খী সংস্থাটি । বিগত বছরগুলোতে মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে “আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন। এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com