শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারের গৃহীত পদক্ষেপের কারণে ডিমের দাম কমেছে কোরআন বুঝে কোরআন মেনে জীবন পরিচালনার কারনেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ মানুষের মনে জায়গা দিয়েছেন ——সাঈদীর পুত্র শামীম সাঈদী লক্ষ্মীপুরে ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ  বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে টাকা ছিনতাই লক্ষ্মীপুরে পৌর বিপনী বিতান ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত  লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান পিরোজপুরে আলোচিত প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫ মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরাকি মিলিশিয়াদের

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গেছো চড়ইয়ের ডাকে মুখরিত

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০, ১১.৩১ পিএম
  • ১২১৪ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও থেকে:- কোভিড ১৯ এর ভয়ানোক থাবায় স্থবির হয়ে পরেছে পুরো বিশ্ব। এর আক্রমন থেকে রেহাই পায়নি দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। প্রশাসনিকভাবে লকডাউন তুলে নিলেও জেলার গুরুত্বপূর্ণ স্থাানগুলি যেনো শ্বসানে পরিনত হয়েছে ঠাকুরগাঁওয়ের এমনি একটি গুরুত্বপূর্ণ জনবহুল স্থান বাসস্টান্ড এলাকা।সারা দেশের ন্যায় এখানেও স্থবির হয়ে পরেছে সকল কার্যক্রম। ফলে এক সময়ের কোলাহলপূর্ণ এলাকা আজ পরিনত হয়েছেকোন হরোর মুভির ভয়ানোক স্থানে। তবে বাস ট্রাক বা জনসাধারনের কোলাহলের শব্দ না থাকলেও পুরো এলাকাটিই মুখোরিত হয়ে আছে হাজারো পাখির মিষ্টি সুরে। করোনা পরিস্থিতির আগেও ঠাকুরগাঁও বাসস্টান্ড এলাকায় নানা রকম যানবাহনের শব্দের মাঝেও শোনা যেতো কিচির মিচির করে ডাকা এসব পাখির মিষ্টি শব্দ। সে মিষ্টি শব্দ অনুসরন করে তাকালেই দেখাযাবে সে এলাকার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপরে এবং রাস্তার পাশের বিশাল গাছ গুলিতে হাজারো পাখির সমাগম। সেসব পাখির ডাকে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হচ্ছে পুরো বাসস্টান্ড এলাকা।কথা হচ্ছে গেছো চড়ই (ইউরেশিয়ান ট্রি স্পেরো) কে নিয়ে। এ পাখির মাথার দিকে না তাকালে আমরা আমাদের বাড়িতে বাসকরা পাতি চড়ইয়ের সাথেই এক করে ফেলতে পারি এদের। চেহারা হুবহু পাতি চড়ই অর্থাৎ আমাদের ঘরের আশেপাশে যে চড়ই বসবাস করে ওদের মতই। তবে এদের গালে একটি কালো দাগ বা বিউটি স্পট এর জন্য এদের আলাদা করতে পারা যায়। এদের প্রধান বৈশিষ্ট হচ্ছে এরা গাছে বসবাস করে। ঠাকুরগাঁও অঞলের গাছের ডালে এবং বৈদ্যুতিক তারে হাজার হাজার বসে থাকা অবস্থায় এদের দেখতে পাওয়া যায় ,যা অন্য জেলা গুলিতে দেখা যায়না। শিকারী ও বাজ পাখির অক্রমন থেকে বাচতেই এরা হাজার হাজার সংখ্যায় দলবেধে চলে। কখনোও কখনোও এদের একেকটি দলে ২০ হাজার পর্যন্ত সদস্য থাকে। ঠাকুরগাঁও বাসস্টান্ড এলাকায় গেলেই দেখা মিলবে এদের ।মাহাবুব হোসেন নামের বাসস্টান্ড এলাকার এক পান দোকানদার জানান, সকালে এসে দোকান খুলি। লোকজন আর আগের মতো আসেনা। মন খারাপ থাকলেও কাজের ফাকে ফাকে সাড়াটা দিন তাদের কিচির মিচির করে খেলা ও মারা মারি দেখি। ভালই লাগে। সন্ধায় যখন বাসায় ফিরি তখন অবশ্য তারা আর তারে থাকেনা। রাস্তার ধারের গাছ গুলোতে থাকে।প্রবাল চৌধুরী নামের এক পথচারী জানান, চড়ই পাখি আমি দেখেছি তবে এভাবে হাজারো পাখি দলবেধে বিদ্যুতের তারে থাকতে দেখিনি। এ ধরনের পাখি হয়তো অন্য সাধারন চড়ই পাখিদের মতো না। তবে যেটাই হোক, তাদের দেখতে ভালোই লাগে।ঠাকুরগাঁওয়ের পাখিপ্রেমিক রেজাউল হাফিজ রাহী জানান, এসব গেছো চড়ই জনবসতির মধ্যে থাকতে অনেক বেশি ভালোবাসে। মোটামোটি আমাদের এ অঞ্চলেই এদের বেশি দেখা যায়। যেহেতু এই পাখিগুলো জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই কেউ যেনো এদের শিকার করতে না পারে সেজন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com