শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি বলেন, সরকারিভাবে আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান।
এসময় আসিফ বলেন, ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দৈনিক চার ঘণ্টার জন্য শিক্ষার্থীদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।
ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে আসিফ বলেন, প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই চার ঘণ্টা করে তারা এই কাজ করবেন।
ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া, যোগ করেন যুব উপদেষ্টা।
এই শিক্ষার্থীদের পরে মূল বাহিনীতে তাদের যুক্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ থাকলে পরে এটি ভাবা হবে।
সরকার বেকরাত্ব দূর করতে কাজ করেছে জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবো। বিভিন্ন দপ্তরে পোস্ট খালি আছে, তা পূরণে চেষ্টা করবো।
যুব দিবসের ব্যাপারে তিনি বলেন, এ উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী প্রজন্মকে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেয়াসহ সর্বস্তরের জনতার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবার জাতীয় যুব দিবস উদযাপন করা হবে।
– একাত্তর
Leave a Reply