কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার আবার চালু হয়েছে। এর ফলে শুরু হয়েছে সব ধরনের সেবা দেওয়ার কাজ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সার্ভার চালু হওয়ার কথা জানিয়েছে বিআরটিএ।
এতে বলা হয়েছে, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যথা- রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর প্রদান ইত্যাদি সকল সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
আর এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট সেবা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের সময় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মিরপুরে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর সার্কেল কার্যালয় ভাঙচুর করা হয়।
এর পরদিন বিআরটিএর প্রধান কার্যালয়ে ফের হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীদের আগুনে মিরপুর কার্যালয়ের ভিআইসি (ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার) পুড়ে যায়।
এতে সারাদেশে বিআরটিএর সেবা দেওয়া বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে নতুন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নিবন্ধন, রুট পারমিট দেওয়ার কার্যক্রম। এছাড়া মালিকানা পরিবর্তন, ফিটনেস, অগ্রিম আয়কর দেওয়ার কাজও আটকে থাকে।
Leave a Reply