জনস হপকিন্স ইউনিভার্সিটির সাম্প্রতিক তথ্য মতে,বিশ্বের ৩০ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এর মধ্যে মৃত্যু ঘটেছে ২ লাখ ১০ হাজার জনের।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮৪ হাজার জন। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫৫ হাজার জনের। আক্রান্তের সংখ্যায় তার পরই রয়েছে স্পেন। দেশটিতে ২ লাখ ৩০ হাজার আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার জনের।
ইতালি আক্রান্তের সংখ্যায় স্পেনের নিচে থাকলেও সেখানে মৃত্যু ঘটেছে বেশি। ইতালিতে প্রায় দুই লাখ আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৭৭ জন।
ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও তুরস্কেও আক্রান্তের সংখ্যা লাখের বেশি।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৪ লক্ষ ৩৪ হাজার ৯৪৩ জন কে টেস্ট করা হয়েছে।
তবে বিশ্বব্যপি এই ৩০ লাখই আক্রান্ত এমন ভাবতে রাজি নন বিশেষজ্ঞরা; তারা বলছেন, মৃদু সংক্রমণে লক্ষণ প্রকাশিত হয়নি, এমন অনেকেই রয়ে গেছে পরীক্ষার আড়ালে। ফলে সংক্রমিত মানুষের সংখ্যা ৩০ লাখের অনেক বেশিই হবে।
Leave a Reply