অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে ইরানে নিরাপত্তার বাহিনীর গুলিতে ৩৫জন কারাবন্দীর মৃত্যু হয়েছেI কারাগারে সংক্রমণের ভীতি ছড়িয়ে পড়লে যে দাঙ্গার সূত্রপাত ঘটে,নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালালে তাদের মৃত্যু হয়I ইরানের ৮টি কারাগারের বন্দীরা কয়েকদিন ধরেই সংক্রমণের ভয়ে প্রতিবাদ জানাচ্ছেনI মানবাধিকার সংস্থাগুলি মহামারীর কথা বিবেচনা করে তাদের সাময়িকভাবে মুক্তির আবেদন জানিয়েছেI
মধ্যেপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা, Diana Elthaway বলেছেন, সংক্রমণ থেকে বাঁচাবার বৈধ দাবী উপেক্ষা করে ইরানি কর্তৃপক্ষ তাদের উদ্বেগ স্তব্ধ করে বন্দীদের হত্যা করেছেI
Leave a Reply