গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যুন্ত পীরগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় জনশুন্য দেখা যায়, তবে পথচারী ও কিছু লোকজন দের যাতায়াত দেখা যায়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার জহিরুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন শুধু প্রয়োজনীয় কেনাকাটা, এবং ঔষধ পত্র নেওয়া ছাড়া পীরগঞ্জ শহরে জন সমাগম হয়না।
অপর দিকে জানা যায়, দেশে কোরনার আতংক ও সরকারি নিষেধাজ্ঞা দোকান পাঠ,স্কুল, কলেজ,বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা থাকায় কেউ বিনা প্রয়োজনে শহরে আসেন না।
এ বিষয়ে সাংবাদিক মাহফুজ সরকার বলেন,করোনা দেশে মারাত্মক আকার আকৃতি ধারণ করতে পারে, আমরা যদি এই মহুর্তে সতর্ক অবলম্বন না করি,নিয়মিত পরিষ্কার পরি ছন্ন না থাকি,মুখে মাস্ক ব্যবহার না করি তাহলে আমাদের ও বিপদে পড়তে হতে হবে।
গত শনিবার পীরগঞ্জ উপজেলা শহরের সকল হোটেল ও চায়ের দোকান বন্ধ পাওয়া যায়।অপরদিকে রানীশনকৈল শহরে ও দোকান পাট বন্ধ দেখা যায় এবং জন সমাগম নেই বললেই চলে শুধু মাত্র পথচারীদের চলাচলে দেখা যায়।
Leave a Reply