মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃকরোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গোল বৃত্তের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। কড়াইবাড়িয়া ও শারিকখালী ইউনিয়ন পরিষদের মোট ৭০ জনের মধ্যে শনিবার বিকেলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া ও তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবিউল কবির জোমাদ্দার উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে বাজারের দোকান বন্ধ রাখার কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী, শারীরীক প্রতিবন্ধী, দিনমজুর মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় তাদের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল দেওয়া হয়।
এ সময় তিনি করোনা সম্পর্কিত বিষয়ে সচেতনামূলক বক্তব্য দেন ও পর্যায়ক্রমে সব ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,যুবলীগ নেতা হাবিবুর রহমান কামাল মোল্লা,ইউপি চেয়ারম্যান বাদশা তালুকদার প্রমুখ।
Leave a Reply