রাহাত রওশন,শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এনসিটিএফ শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে এনসিটিএফ শরীয়তপুর জেলা।
৩১ অক্টোবর, সোমবার দুপুর ৩টায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শরীয়তপুর জেলা এনসিটিএফ এর সভাপতি আবরার আরীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মনিজা খাতুন,সহকারী কমিশনার (ভূমি), শরীয়তপুর সদর।জনাব মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার, শরীয়তপুর সদর। জনাব মোঃ তাইজুল ইসলাম, শিক্ষা অফিসার শরীয়তপুর সদর।এবং জনাব মোঃ শহিদ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শরীয়তপুর সদর।
প্রথমে এনসিটিএফ এর শিশুরা গত ছয় মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করা বিভিন্ন ভালো দিক তুলে ধরেন এবং প্রশ্নর মাধ্যমে উন্নয়নযোগ্য তথ্য তুলে ধরেন এই উন্নয়নযোগ্য দিকগুলো কিভাবে সমাধান করা যাবে তার সুপারিশ তুলে ধরে শিশুরা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র হলো: বিদ্যালয়ের সামনের রাস্তার সংস্কার করা,বিদ্যালয়গুলোর সামনের মেইন রোডে স্পিডব্রেকার এবং রোড ক্রসিং সাইনের ব্যবস্থা করা, বেদে পল্লীর আশ্রয়হীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় আনা এবং সেখানকার শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সুশিক্ষার ব্যবস্থা গ্রহণ করা, বেদে পল্লী হতে বিদ্যালয় দূরবর্তী হওয়ায় শিশুদের যাতায়াতের জন্য সাইকেল এর ব্যবস্থা করা ,বেদে পল্লীর শিশুদের বিনোদনের জন্য খেলা সামগ্রী বিতরন করা, শিশুদের মাদকসেবন বন্ধ করতে শারীরিক ক্ষতি ও আইনি দণ্ড সম্পর্কে শিশুদের ও বিক্রিকর্তাদের সচেতন করা এবং আইন আরো কঠোর ভাবে প্রচলন করা,বাল্য বিবাহ বন্ধ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর এবং বিশেষ অথিতিবৃন্দ প্রতিউত্তরে
কিছু সমস্যাগুলো নিয়ে তাদের আগে থেকে করা পরিকল্পনা সম্পর্কে জানান এবং অন্য সমস্যাগুলো নিয়ে তারা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন তা সম্পর্কে ধারণা দেন এবং সমস্ত সমস্যাগুলো পর্যায়ক্রমে ও প্রক্রিয়াধীনভাবে সমাধান করার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে এনসিটিএফ শরীয়তপুর জেলা কার্যনিবার্হী কমিটির সদস্য ও বিভিন্ন স্কুল কমিটির এনসিটিএফ সদস্য ও বেদে পল্লীর পিছিয়ে পড়া শিশুসহ সেখানে অর্ধশত শিশু উপস্থিত ছিলেন।
Leave a Reply