সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের গাড়ি থেকে সুন্নতি জিনিষ বিক্রি……

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.২৯ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধিঃ আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের গাড়িটি মঙ্গলবার আছর নামাজের পর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের অন্তর্গত”মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে”এসে হাজির হয়।
খবর নিয়ে জানাযায় রাজারবাগ শরীফ থেকে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের সম্মানিত সুন্নত মুবারক সামগ্রী নিয়ে সারাদেশে লোকদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের প্রতিষ্টাতা ও পৃষ্টপোষক হলেন যামানার ইমাম ও মুযতাহিদ হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম রাজারবাগ শরীফ ঢাকা।
সুন্নতি সামগ্রীর মধ্যে রয়েছে সম্মানিত যয়তুন ফল,তীন ফল,খেজুর,সিরকা,শক্তি বর্ধক সাওয়িক,কালজিরা তৈল,সুন্নতি পোষাক জুব্বা কোর্তা, পাগরি,টুপি,রুমাল,লুঙ্গি, ইযার(স্যান্ডেল) নালাইন, রুমাল,টুপি,আতর,সুরমা,মিসওয়াক,জায়নামায,কাঠের বাটি, প্লেট,লবনদানি,শরবত(তাসনিম) সহ বিভিন্ন সুন্নতি জিনিষ পৌছে দিচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে।মানুষ যাতে সুন্নতি পোশাক পরিধান,সুন্নতি খাবার খেয়ে জীবন যাপনও আমল করতে পারে এবং মহান আল্লাহ পাক ও নূরে মুজাসসাম রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাসিল করেত পারে সেজন্য এ প্রচার।মঙ্গলবার মাগরিব নামায শেষে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় মুহম্মদিয়া শরীফে।মিলাদ শরীফ পাঠ করেন ময়মনসিংহের গাঙ্গীনারপাড় “টিপ টপ কনপেকশনারির” মালিক হযরত শাহ সূফি মুহম্মদ রফিকুল ইসলাম পিন্টু।
এসময় বৈরাটী আলিম মাদরাসার প্রতিষ্টাতা অলিয়ে কামিল আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি,উনার সহর্ধমিনী মুসাম্মাত খোদেজা খাতুন, মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার(রাজারবাগ শরীফ সিলসিলাভুক্ত) মুহম্মদিয়া শরীফের প্রতিষ্টাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি সহ পরিবার,আত্নীয় স্বজন এমনকি দেশ ও জাতির উন্নতির লক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ কাউছার। এসময় মুহম্মদিয়া শরীফের সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম,ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ময়মনসিংহ জেলা শাখার সদস্য হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ নাছির উদ্দিন, জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই ছিলেন।শেষে সবাইকে খেজুর দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com