রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

তরুণ কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখতে চান অনিরুদ্ধ শুভ।

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১.৫৪ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ মা বাবার প্রেরণায় সংগীতের প্রতি আগ্রহী হয়ে মাত্র সাড়ে তিনবছর বয়সেই তার মাঝে গানের উদয় হয় এবং খ্যাতিমান সংগীত গুরু সীমা জামানের নিকট তার তালিম নেওয়া শুরু। পাশাপাশি মা বাবা উভয়েই তাকে আরো অধিক উৎসাহ যোগাতে ওস্তাদ এম,এ হাই এর তত্বাবধানে সংগীত চর্চায় নিয়োজিত করেন। জেলা শিশু একাডেমীতে সংগীত প্রশিক্ষণ শেষে শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ গ্রহন করেন।সংগীত প্রশিক্ষক আনিসুজ্জামান রতনের নিকটেও তালিম নেন শুভ। বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী আশিক সরকার তুষারের নিকট।

২০০৯ সালে চ্যানেল আই ক্ষুদে গানরাজ সংগীত প্রতিযোগিতায় সেরা ১৬ জনের মধ্যে স্থান লাভ করার পর সংগীত পরিচালক ও খ্যাতিমান কণ্ঠশিল্পী, গীতিকার শেখরের গীত এবং সুরারোপিত ঐ বছরের ১লা বৈশাখ আনুষ্ঠানিকভাবে তার গানের প্রথম এ্যালবাম চাঁদের মত রূপ এর মিউজিক ভিডিও প্রকাশিত হয়।
জাতীয় শিশু কিশোর ও ইসলামিক ফাউন্ডেশন সহ জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ পর্যন্ত প্রায়২শতাধিক সনদপত্র অর্জন করেছেন। ২০১১ সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল কলেজ থেকে হোটেল এন্ড ক্যাটারিং ম্যানেজম্যান্টে হাইয়ার ডিপ্লোমা অর্জন করার পর বিদেশে চাকুরিতেও যোগ দিয়েছিলেন শুভ কিন্তু তার দেহ মন প্রাণ জুড়ে মিশে আছে আবহমান বাংলার মাটি ও মানুষের সুর মেশানো সঙ্গীত।আর সেই ভাবনা থেকেই তিনি উজার স্কুল অব মালয়েশিয়া থেকে অডিও এন্ড সাউন্ড প্রডাকশন, কী-বোর্ড এন্ড পিয়ানোর উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহন করেন এবং দেশে ফিরে গানের অ্যালবাম তৈরীতে ব্যস্ত হয়ে পড়েন।তার অজানা কথা শিরোনামে মিউজিক ভিডিওটি দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে গানটি প্রায় ৮ মিলিয়নেরও বেশি দর্শক ভিউ করেছেন এবং পাষানী কন্যা গানটি প্রায় ১ মিলিয়ন দর্শকের ভালবাসা অর্জন করেছে। দেশের খ্যাতনামা সংগীত প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান পাম্মী মাল্টিমিডিয়া, সংগীতা,সিএমভি ও ঈগল মিউজিক ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশিত হয়েছে। এছাড়া anirudh shuvo নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ রয়েছে যেখানে শ্রোতারা তার গানগুলি শুনতে পাবে। তিনি এবছরের দুটি ঈদে টিভি চ্যানেলে প্রচারিত প্রায় ১৫টি নাটকে আবহ সঙ্গীত পরিচালনা করছেন। সম্প্রতি Rtv তে প্রচারিত সুফিয়ানা রিয়েলিটি শোতে তিনি সাউন্ড কম্পোজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করে শুভ জানালেন অবিলম্বেই তার কিছু মনমাতানো গান তৈরী হচ্ছে যা দর্শকদের মনে দোলা
দিতে পারে। আগামীদিনে তরুণ এই কণ্ঠশিল্পী দেশ বিদেশের শ্রোতাদের গানে গানে মন ভরিয়ে দিয়ে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে এই প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com