শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকাসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশে ক্রিকেট দল জিম্মি জাহাজে দস্যুরা খাবারে তৃপ্তি না পেয়ে দুম্বা নিয়ে আসতো: লক্ষ্মীপুরে ক্যাডেট আইয়ুব রায়পুর উপজেলা নির্বাচন প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাচনে সাফায়েত ভুইয়ার মতবিনিময়-মিছিল গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি বিএনপির আরও ৫ নেতাকে বহিষ্কার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা : পুলিশের ভূমিকা তদন্ত তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ৬.৫০ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
টেক্সাসের প্রাথমিক স্কুলে হামলায় নিহতদের স্বজন ও বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
টেক্সাসের প্রাথমিক স্কুলে হামলার ঘটনা ঠেকাতে পুলিশের ভূমিকা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আটকেপড়া শিশুরা মরিয়া হয়ে জরুরি সহায়তা চেয়ে যখন ৯১১-এ ফোন করছিল তখন পুলিশ কর্মকর্তারা হলওয়েতে অপেক্ষায় ছিল জানা যাওয়ার পর মানুষের ক্ষোভ বাড়ছে।
এ ঘটনায় নিহতদের স্বজন ও বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। খবর বিবিসির।
গত সপ্তাহে টেক্সাসের উভালদে অঞ্চলের রোব এলিমেন্টারি স্কুলে এক বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। নিহতদের এক স্মরণ-সভায় যোগ দেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
এ হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে, শীর্ষ রিপাবলিকান নেতারা বন্দুক আইন কঠোর করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বৈধভাবে সংগ্রহ করা এআর-১৫ স্টাইলের অ্যাসল্ট রাইফেল নিয়ে সালভাদর রামোস নামের এক বন্দুকধারী টেক্সাসের ওই স্কুলে হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় বন্দুকধারী। পুলিশ জানায়, তাকে গুলি করে হত্যার আগে এক হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন ব্যবহার করেছে হামলাকারী। পুরো ঘটনাটি কিভাবে ঘটেছে তা স্পষ্ট করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার কর্মকর্তারা স্বীকার করেছেন, পুলিশ স্কুলে প্রবেশ করতে প্রায় ৪০ মিনিট দেরি করেছে কারণ তারা প্রথমে বিশ্বাস করেনি সেখানে ‘বন্দুকধারী সক্রিয়’ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র কর্মকর্তা চাবি নিয়ে এসে দরোজা না খোলা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তারা বলছেন, তাদের ধারণা ছিল তখন পর্যন্ত ‘কোনো শিশু ঝুঁকিতে নেই’ কিংবা ‘কেউ জীবিত নেই’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com