নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে “আত্রাই প্রেস ক্লাব” এর নতুন কমিটিতে সভাপতি দি ডেইলি অবজারভার ও প্রতিদিনের
সংবাদ পত্রিকার আত্রাই প্রতিনিধি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার আত্রাই প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল সারে এগারোটায় প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার আত্রাই প্রতিনিধি রুহুল আমীন এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। প্রথম অধিবেশন শেষে দৈনিক চাঁদনী বাজার পত্রিকার আত্রাই প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। এতে সভাপতি হিসাবে তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক হিসাবে আবু হেনা মোস্তফা কামাল মনোনয়ন পত্র উত্তোলন করেন। আর কোন প্রার্থী মনোনয়ন উত্তোলন না করায় উভয়ে
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
এসময় সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভি, খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি নাজমুল হক নাহিদ, দুর্জয় বাংলার প্রতিনিধি আল আমিন মিলন, নব দিগন্তের প্রতিনিধি ফিরোজ হোসেন, সমকাল নিউজ ২৪ ডট কম প্রতিনিধি ছাবেদ আলী, দি নিউজ মেইল প্রতিনিধি সোহেল রানা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি খালেক হাসান, দৈনিক জনবানির প্রতিনিধি হারুন অর রশিদ, আজকের বসুন্ধরা প্রতিনিধি রফিকুজ্জামান, বাংলাদেশ বার্তা প্রতিনিধি এমরান মাহমুদ প্রত্যয়, সোহেল রানা, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
Leave a Reply