স্পেনের পূর্ব এবং দক্ষিণ উপকূলে প্রবল ঝড়ে কমপক্ষে ১০জন নিহত হয়েছে। ঝরের তাণ্ডবে ব্যপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
আবহাওয়া কর্তৃপক্ষের মতে, গ্লোরিয়া নামের ঐ ঝড়টির স্থায়িত্ব ছিল পাঁচ দিন। ভারী বাতাস, তুষারপাত ও শিলাবৃষ্টি সৃষ্ট বন্নার পানিতে অনেক মানুষ ডুবে গেছে। অনেকে পানির তোরে ভেঙ্গে ভেসে আসা ধ্বংসাবশেষ দ্বারা আহত হন।দশ হাজারের ও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই ঝড়ের কারণে। সেতু, রেললাইন এবং পুরো সৈকত ধ্বংস হয়েছে। নদীর তীরে মারাত্মক ক্ষতির সম্ভাবনার কারণে বুধবার ছয়শ বাসিন্দাকে উত্তর-পূর্ব স্পেনের বাড়িগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
Leave a Reply