সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

আহমেদ জসিম এর ছোট গল্প “একটি ক্যালকুলাস দাম্পত্য ভালোবাসা “

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৯.১৬ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,সাংস্কৃতিক প্রতিবেদকঃ প্রকাশ পেয়েছে তারেক মাহমুদ এর সম্পাদনায় সাহিত্য পত্রিকা পথিক-এ। আহমেদ জসিম বেসরকারী বিশ্ব বিদ্যালয় থেকে ফাইনান্স এ এমবিএ সম্পন্ন করেছেন।তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিন ঢেপসাবুনিয়া । তিনি স্বনাম ধন্য সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। বাবা মায়ের তৃতীয় সন্তান আহমেদ জসিম একাধারে মঞ্চ ও টেলিভিশনে অভিনেতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। ইতি মধ্যে আহমেদ জসিম গীতিকার হিসেবে তার লেখা গান “কোন আকাশে থাকিসরে তুই ” লিখে ব্যাপক দর্শক সাড়া ফেলেছেন। তার লেখা নাটক মায়াজাল,প্রজাপতি মন ,গন্তব্যের ফাঁকে শুটিং হয়ে সম্পাদনার কাজ চলছে এবং ভালোবাসায় পাসওয়ার্ড,স্বপ্ন ভাঙ্গা ঢেউ ও অসমপ্রেম সহ আরো অনেক ছোট গল্প নিয়ে খুব শীঘ্রই কয়েকজন পরিচালক শুটিংয়ের এর কাজ শুরু করবেন। তিনি পরবর্তীতে আরো কয়েকটি গানের কথা তার কাছের বন্ধুদের সুরে স্বনামধন্য শিল্পীদের কন্ঠে রেকর্ড করবেন। গানের কথা “বৃষ্টি তবুও থেমে গেল ও বেশামাল মন”। তার লেখা ছোট গল্প “একটি ক্যালকুলাস দাম্পত্য ভালোবাসা ” ছায়ালোক থেকে প্রকাশিত পথিক সাহিত্য পত্রিকায় এ পাওয়া যাবে। তিনি মূলত অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সমস্ত কলা কৌশল অবলম্বন করে বাচঁতে পছন্দ চান বলেই দীর্ঘদিন থিয়েটার চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তিনি নিজেকে আরও সম্মৃদ্ধ করার লক্ষ্যে থিয়েটার স্কুল-এ পাঠ গ্রহণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com