মুহম্মদ আবুল বাশারঃ ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ। ৭ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ
নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা
করেন। অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান কাটিয়ে মগটুলা ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন আকন্দ এর ছোট ভাই
আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ ৪৯১৬ ভোট পেয়ে (আনারস মার্কায়)
বিজয়ী লাভ করেন। মগটুলা ইউনিয়নে ৯টি ওয়ার্ড, ভোট কেন্দ্রের সংখ্যা
১২টি, মোট ভোটার সংখ্যা – ২৬৬৭৬জন। চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী
প্রার্থী মোঃ আশকর আলী (ঘোড়া) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা ৪৫৪৭,
মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া (মটর সাইকেল) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা
২৯৭২, মোঃ হাসিবুল ইসলাম খান রাজিব (চশমা) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট
সংখ্যা ২৩৯৭, মোঃ মোশাররফ হোসেন আকন্দ (নৌকা) প্রাপ্ত ভোট সংখ্যা
২১৩৬, জাতীয় পার্টি মনোনীত সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী
(লাঙ্গল) প্রাপ্ত ভোট সংখ্যা ১৪৩৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ
মনোনীত মোঃ হাবিবুর রহমান (হাত পাখা) প্রাপ্ত ভোট সংখ্যা ৪৫১ ভোট
পেয়েছেন। এ ব্যাপারে শিহাব উদ্দিন আকন্দ প্রতিনিধিকে বলেন মহান
আল্লাহ পাক উনার রহমতে মগটুলা ইউনিয়নের লোকজন আমাকে
চেয়ারম্যান নির্বাচিত করায় সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
Leave a Reply