রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ২ জন গ্রেফতার কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী  প্রদীপের আনারসের গণজোয়ার ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু র‍্যাব ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না : যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে দেশে ফেরার অনুমতি পেলেন নিউজিল্যান্ডের গর্ভবতী নারী সাংবাদিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৩৩ এএম
  • ৯২ বার পড়া হয়েছে

কোভিড–১৯ বিধিনিষেধের কারণে আফগানিস্তানে আটকে পড়া নিউজিল্যান্ডের গর্ভবতী নারী সাংবাদিক অবশেষে দেশে ফেরার অনুমতি পেয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তিনি জানান, নিউজিল্যান্ড সরকার তাকে দেশে ফেরার উপায় করে দিয়েছে।

এর আগে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ সাংবাদিক শার্লট বেলিসকে দেশে ফিরতে সেখানকার কোয়ারান্টাইনের জন্যে নির্দিষ্ট হোটেলগুলোতে জায়গা পেতে আবেদন করতে বলে। এই শর্ত প্রত্যাহার করেছে দেশটি। নিউজিল্যান্ডের উপ প্রধানমন্ত্রী গ্রান্ট রবার্টসন জানান, বেলিসকে কোয়ারান্টাইন হোটেলের একটি কক্ষের ভাউচার প্রদান করা হয়েছে।

বেলিসের ঘটনার কারণে নিউজিল্যান্ড সরকারকে আন্তর্জাতিক মহলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। দেশটির হাজারো নাগরিক সামরিক বাহিনী পরিচালিত সীমান্তের কোয়ারান্টাইন হোটেলগুলোতে জায়গা পাওয়ার অপেক্ষায় বিভিন্ন দেশে আটকা পড়েছেন।

বেলিস নিউজিল্যান্ডের নাগরিকদের তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার শুধুমাত্র তাকে বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়াতে তিনি হতাশ হয়েছেন। কারণ আরও অনেক নিউজিল্যান্ডের গর্ভবতী নারীরাও আটকে রয়েছেন বিদেশে।

নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন ব্যবস্থার প্রধান ক্রিস বানি বলেন, বেলিসকে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ আফগানিস্তান অত্যন্ত বিপদজনক এবং সেখানে সন্ত্রাসী হামলারও সম্ভাবনা রয়েছে।

৩৫ বছর বয়সি শার্লট বেলিস বেলিস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আফগানিস্তানের প্রতিবেদক হিসেবে নিয়োজিত ছিলেন। কাতারের আইন অনুযায়ী অবিবাহিত অবস্থায় সন্তানধারণ নিষিদ্ধ হওয়ায় গত নভেম্বরে তিনি আল জাজিরা থেকে ইস্তফা দেন।

এরপর বেলিস তার সঙ্গী চিত্রগ্রাহক জিম হাইলেব্রেকের দেশ বেলজিয়াম যান এবং সেখানে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে ততদিনে তার ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যেত বলে জানান তিনি।

সন্তানসম্ভবা অবস্থায় ভ্রমণ ভিসা নিয়ে তিনি এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারতেন। কিন্তু হোটেলে থাকা–খাওয়ার টাকা খরচের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সুবিধা থেকেও বঞ্চিত হতে পারতেন। এসব ভেবে তিনি ও তার সঙ্গী হাইলেব্রেক নিউজিল্যান্ডে ফেরার চেষ্টা করতে আফগানিস্তানে ফিরে আসেন। কারণ তাদের আফগানিস্তানের ভিসা ছিল।

অগাস্টের মাঝামাঝি সময়ে ক্ষমতায় আসার পর থেকে নারীদের ওপর নিপীড়নমূলক নিয়ম চাপিয়ে দেওয়ার কারণে তালিবান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। তারা এমনকি ষষ্ঠ শ্রেণির মেয়েদেরও লেখাপড়া নিষিদ্ধ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com