মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ইউপি নির্বাচনের তারিখ যতই কাছে প্রার্থীদের প্রচারনাও জমে উঠছে। এরই অংশ হিসেবে মাইজবাগ ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার নির্বাচনী প্রচারনা জনবান্ধব হয়ে উঠেছে। মাইজবাগ ইউনিয়নের ভোটারদের ধারনা ৭ ফেব্রুয়ারী নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ফরিদ মিয়া কে ব্যাপক জনসমর্থন দিয়ে পাশ করাবে। মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি সরজুল ভূঁইয়া প্রতিনিধিকে বলেন আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়া এক জন জনদরদি ও সমাজ সেবক হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। ২ ফেব্রুয়ারী লক্ষীগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারনা অফিসে গিয়ে দেখা যায় জনগণের উপচে পড়া ভির। এ সময় মাইজবাগ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান প্রার্থী ফরিদ মিয়া, মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, লক্ষীগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ হারেছ উদ্দিন সরকার, ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply