মুহম্মদ আবুল বাশারঃ ঈশ্বরগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারী উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন। আগামী ৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া। অন্যান্যদের মধ্যে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মোঃ আবু হানিফা হানিফ (নৌকা), জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পার্থী আবুল বাশার মন্ডল (লাঙ্গল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান হারিছ উদ্দিন (চশমা), স্বতন্ত্রচেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ (ঘোড়া), বড়হিত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজালাল (নৌকা), জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব ভূঁইয়া(লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন মন্ডল (অটোরিক্সা), মাইজবাগ ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পার্থী সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া (নৌকা), জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ছাইদুল ইসলাম বাবুল (লাঙ্গল) সহ মাইজবাগ ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম (ফুটবল), মাইজবাগ ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ বাবুল মিয়া (ঘুড়ি) এছারাও সংরক্ষিত মহিলা সদস্যরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ঈশ্বরগঞ্জ, মাইজবাগ, বড়হিত ইউনিয়নে চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ মেম্বারদের নিয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচনের লক্ষ্যে বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭১৫জন, মাইজবাগ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২৫৪৬জন, বড়হিত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫৮১০জন।
Leave a Reply