মল্লিক মো জামাল, বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ ( যায়যায় দিন ) ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ ( আজকের পত্রিকা ) নির্বাচিত হয়েছেন। শনিবার (০৪ ডিসেম্বর) রাত ৮টায় প্রত্যাহারের শেষ সময় ছিলো। এতে ৫টি পদের বিপরীতে ২ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করায় একটি সমঝোতার মাধ্যেমে ৯ সদস্যের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়। গত ২২ নভেম্বর প্রেসক্লাবটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় ২০২২ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে সকল সদস্যদের প্রতি পদের বিপরীতে দুইজন করে মনোনয়ন ফরম তুলে। এরপরে ঘোষিত তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ সময় ছিলে। রাত ৮টায় দিকে ক্লাবের সকল সদস্যদের নিয়ে একটি সমঝোতার মাধ্যমে অন্য সভাপতি ও সম্পাদক প্রার্থী তাদের পদ প্রত্যাহার করে নেয়। পরে নির্বাচন কমিশন সভাপতি মো. গোলাম কিবরিয়া ( যায়যায় দিন ) ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ( আজকের পত্রিকা )সহ ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। মি. মংচিন থান প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার কাওছার হামিদ দায়িত্ব পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ওমর ফারুক , যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু,নির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন ও আ.মোতালিব ।
Leave a Reply