সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ৬ দিন ব্যপী সাংবাদিকদের প্রশিক্ষণ এর মধ্যে প্রথম তিনদিন বুনিয়াদি প্রশিক্ষণ ও তিনদিন অনুসন্ধানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। রবিবার সকালে নওগাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এইপ্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষক হিসাবে ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভীন এস রাব্বী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। প্রথম তিন দিন জেলার বিভিন্নি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এবং বাকি তিন দিন জেলার আরো ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করবে। সমাপনী অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত থাকবেন পিআইবি ৩৯;র মহা-পরিচালক জাফর ওয়াজেদ।
Leave a Reply