সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

প্রবাসে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে নিয়ে কাজ করছি- উর্মি

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৭.৫৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জাতীয় পুরষ্কার প্রাপ্ত জনপ্রিয় নৃত্যশিল্পী উর্মি প্রবাসে থেকে ও বাংলাদেশী সাংস্কৃতিক ঐতিহ্য কর্মকান্ড সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। এই বিষয়ে একান্ত স্বাক্ষৎকারে কথা বলেছেন -অাল সামাদ (রুবেল) কিভাবে নাচ করতে আসলেন আপনি? * খুব ছোটবেলা থেকেই নাচে প্রতি আগ্রহ ছিল। লায়লা আন্টির রুমঝুম অনুষ্ঠান দেখে টিভি স্ক্রিনের সামনে নাচ করতাম।

তখন আমার বাবা-মা আমাকে নাচে স্কুলে ভর্তি করিয়ে দেন। সেই থেকে শেখা শুরু। স্কুলে যখন আমি পড়ি তখন থেকেই নাচ শুরু করি। কোন কোন চ্যানেলে নাচের অনুষ্ঠান করেছেন? *দেশের বাইরের কতবার গিয়েছেন। যেত ছোটবেলা থেকে নাচ করেছি বিটিভিতে দিয়ে শুরু।

তারপর বিভিন্ন বেসরকারি চ্যানেল গুলোতে চ্যানেল আই, এন টিভি,একুশে টিভি, সহ অন্যান্য চ্যানেলের নাচ করেছে এবং বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে অস্ট্রেলিয়া, ইরাক, জর্ডান, ইন্ডিয়া, চীনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ।

প্রবাসে বাংলাদেশী সাংস্কৃতিক নিয়ে বলুন? * বর্তমানে, কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করছি এবং সেখানে উর্মি স্কুল অফ ডান্স স্কুল প্রতিষ্ঠা করেছি। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে ত্বরান্বিত করার জন্য এবং এই প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি নাচের মাধ্যমে।

কোথা থেকে নাচ শিখেছেন? * ছোটবেলায় আমার নাচের প্রতি আগ্রহ দেখে বাবা মা সুরভী সংগীত নিকেতন স্কুলে ভর্তি করিয়ে দেন। প্রথম শিক্ষক ছিলেন মঞ্জুশ্রী চৌধুরী। এরপর সঙ্গীত ভবনে থেকে শিখা হয় যথারীতি শিবলি মহাম্মদ এবং বেলায়েত হোসেন খান এর কাছে। দীপা খন্দকার, শফিকুর রহমান, গোলাম মোস্তফা খান এর কাছে সাধারণ ও লোক নৃত্য শিখেছি। লেখা পড়া কোথা থেকে করেছেন? * জাতীয় পুরস্কার প্রাপ্ত নাচের বিভিন্ন শাখায়। এগারো বার স্বর্ণপদক লাভ। ঢাকা ইউনিভার্সিটি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্লু ব্লেজার সম্মানে সম্মানিত হয়েছি ।

কোন ধরনের নৃত্য করতে আপনার ভালো লাগে? * সব ধরনের নাচ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ক্লাসিক্যাল মধ্যে কথক নাচ টা আমাকে বেশি টানে। তাছাড়া ফোক এবং রাবীন্দ্রিক নাচ করতে ভালো লাগে। বর্তমানে কলকাতার বিখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শংকর এর কাছে ক্রিয়েটিভ ডান্স শিখছি নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য। বর্তমানে ডান্সের ইউটিউব চ্যানেলে কাজ করছি।কলকাতার কোরিওগ্রাফার দীপঙ্কর দত্ত এর কোরিওগ্রাফিতে নাচ গুলো করছি। কলকাতার একজন গুণী নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। কানাডার টরন্টোতে সকল কমিউনিটি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নৃত্য পরিচালনা করে থাকি।

কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? * বর্তমানে কানাডার স্কুল বোর্ডের কিন্ডারগার্টেনে আর্লি চাইল্ডহুড এডুকেটেডর হিসেবে শিক্ষকতা করছি। ক্যানাডা একটি মাল্টিকালচারাল দেশ হিসেবে পরিচিত, সে কারণেই স্কুলের কারিকুলামেও বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য পরিচয় করিয়ে দেবার জন্য বলা হয়। সেই সুবাদে আমি আমার ক্লাসের বাচ্চাদের বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্বন্ধে শিক্ষা প্রদান করে থাকি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। তাছাড়া channel 52 আমেরিকার বাংলাদেশি কমিউনিটির একটি চ্যানেলে প্রোগ্রাম পরিকল্পনা এবং উপস্থাপনা করে থাকি।

ইউএস এন্টারটেইনমেন্ট ইভেন্ট আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২০২২ সালে একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। আপনার পরিবার নিয়ে বলুন? * আমার বাবা-মার সাপোর্ট এবং উৎসাহে নাচ শেখা এবং পরবর্তীতে স্বামী নাহিদ সুবহানীর অনুপ্রেরণায় নাচের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সহজ পাচ্ছি। তাই প্রবাসে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি চর্চা এবং নতুন প্রজন্মকে দেশকে পরিচয় করিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com