আল সামাদ রুবেলঃ একটা সময় ছিল যখন নিরবে নিভৃতে মন দেয়া নেয়া হতো। কারো প্রতি অজান্তেই ভালোবাসা চলে আসতো। সেই ভালোবাসার বর্হিঃপ্রকাশও হতো অজান্তেই। বিশেষ বার্তা আদানপ্রদানে চিঠির প্রচলন ছিল তখন। আধুনিকায়নের যুগে চিঠিপত্র খেয় হারিয়েছে টেক্সট ম্যাসেজ আর ভিডিও কলিংয়ের কাছে। এখন মন দেয়া নেয়া হয় ধন-সম্পদ, যোগ্যতা আর আধিপত্য দেখে।
সেখানে একজন এতিম ছেলে কিই বা আশা করতে পারে। কিন্তু ধনীর দুলালি তমাকে ভালোবেসে নিজের ভেতরে বিশাল এক স্বপ্ন এঁকেছিল শুভ। বন্ধু হিসেবে শুভকে সাহায্য সহযোগিতা করতো তমা। শুভর কাছে সেটাই মনে হয়েছিল এটাই হয়তো ভালোবাসা। অথচ তমার চোখে শুভ একটা অনাথ-এতিম ছাড়া কিছুই না।
যা বুঝতে অনেক দেরি হয়ে যায়। আর নিজেকে ফেরাতে পারেনা শুভ। তারপর কী হয় জানতে হলে দেখতে হবে একক নাটক ‘অ্যানালগ প্রেমিক’। প্রকৃতি এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক জিএম সৈকত। নাটকটিতে শুভ চরিত্রে অভিনয় করেছেন এসএম শাফায়েত ও তমা চরিত্রে অভিনয় করেছেন অপ্সরা সুহি। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রকৃতি এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে নাটকটি। এ প্রসঙ্গে এসএম শাফায়েত বলেন, ‘এটি আমার দ্বিতীয় নাটক।
পরিচালক জিএম সৈকত প্রথম থেকেই একটু ব্যতিক্রম ভাবে আমাকে এগিয়ে নিচ্ছেন। এই গল্পটিও তেমনি। চেষ্টা করেছি নতুন হিসেবে নিজের সেরাটা দেয়ার। নাটকটি দেখার পর দর্শক বলতে পারবে কেমন কাজ করেছি। আগামীর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
Leave a Reply