রবিবার কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। গোটা বিশ্ব মুখিয়ে আছে রবিবার ভোরের এই ম্যাচ নিয়ে। বাংলাদেশে সেই উন্মাদনা তুঙ্গে। ফুটবল নিয়ে হাতাহাতি সংঘাত ঝামেলার ইয়ত্তা নেই। পৃথিবীর সব জায়গাতেই এই ছবি।
দক্ষিণ আমেরিকার এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে বাকি বিশ্বের মতো দু’ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশও। রবিবারের কোপা আমেরিকা ফাইনালে নিয়ে এবার দেশে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। এতদূর যে, জারি হয়েছে পুলিসি সতর্কতা। পুলিশ যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে।
ভক্তদের কথা কাটাকাটি যুক্তিতর্ক ছাড়িয়ে প্রাণহানির পর্যায়ে গড়ায় দেশে। কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল দেশের ব্রাহ্মণবেড়িয়ায়।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভাল খেলে, এ নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু সমর্থক। কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Leave a Reply