মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তার হেনেস্তাকরীদের শাস্তিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ, সমাবেশসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সম্মুখ সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ মা পত্রিকার নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন চৌধুরী, সদস্য দ্যা নিউ এজ প্রতিনিধি মকছেদুল সরকার মুকুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক স্বাধীনমত প্রতিনিধি পরেশ গুপ্ত, দৈনিক খবরপত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মোকাররম হোসেন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সোহাগ কিবরিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply