মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মধ্যেমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের নিমিত্ত্বে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লন্টারের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামে অনুষ্ঠিত হয়।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংনদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল অদুদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, কেএম আবদুর রশিদ, মাওলানা আলতাফ হোসেন, আলমগীর হোসেন বিশ্বাস, জাকির হোসেন শাহ আলম প্রমুখ।
Leave a Reply