শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন বাড়ল স্বর্ণের দাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: সায়েদুর রহমান সেনাকুঞ্জে অধ্যাপক ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময় নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের অভিযানের নামে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের  অভিযোগ  পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন হাফেজ মাে. রশিদ আলম

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৯.৩০ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সেরা শিক্ষক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান হাফেজ মো. রশিদ আলম। ঢাকাস্থ সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার শিফট ইনচার্জ হাফেজ মো. রশিদ আলমকে শিক্ষায় গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী তাঁর হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান এডভোকেট মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলােচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব ব্যরিস্টার জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু। মূল প্রবন্ধ পাঠ করেন আইপি টিভি ওনার্স‌ এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। উল্লেখ্য, বাবা মায়ের ৭ সন্তানের ৫ম মো. রশিদ আলম। ভাইবোনের সকলেই উচ্চশিক্ষিত।

হাফেজ মো. রশিদ আলম ছাত্রাবস্থা থেকে লেখালেখি করেন। এ যাবত তাঁর বহু লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। তিনি একজন ভালো বক্তাও। হাফেজ মো. রশিদ আলম ইতিপূর্বে মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬, ঈশা খাঁ পদক, মাদার বখ্স পদক, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক-২০১৭, মহাত্মা গান্ধী স্বর্ণপদক-২০১৭, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেরা শিক্ষক-২০১৯, মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড-২০২০, জয় বাংলা সেরা শিক্ষক সম্মাননা, জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা এবং মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরােধী তৎপরতায় সম্মাননাসহ বহু পুরস্কার দেশ-বিদেশ থেকে অর্জন করেন। এবার শিক্ষায় গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ এ ভূষিত হলেন।

কর্মজীবনের শুরুতে তিনি দিনাজপুর জিলা স্কুলে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। আশৈশব মেধাবি এ শিক্ষক বাংলাদেশ বেতার ও ইলেক্ট্রো মিডিয়ায় একজন আলোচক। সাদা মনের মানুষ জনাব মো. রশিদ আলম শিক্ষকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজের সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com