বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ১৫৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে পেশাদারিত্বের সাথে কাজ করতে এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান ইরানের ভেতর মিলল ‘ইসরায়েলের ড্রোন’ তৈরির গোপন কারখানা রাজধানীতে ডেঙ্গুর প্রভাব, নিয়ন্ত্রণের বাইরে দুই সিটির ১৩ ওয়ার্ড ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়ক দুর্ঘটনায় ৩১২ জন প্রাণ হারিয়েছেন ড্রিমলাইনারের বাড়তি নিরাপত্তা ও সতর্কতায় নজর বাংলাদেশের ইরান-ইসরাইল সংঘাত শুরু তেহরান ও তেল আবিব ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন ইরানের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের অনায়াসে ১২০- ১৩০ ফিট মাটির নিচ থেকে সাবমার্সিবল পাম্প উঠানোর যন্ত্র আবিষ্কার

ত্যাগীদের কলেজ ছাত্রদলের কমিটিতে না রাখার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  কুশ পুত্তলিকা দাহ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮.৩৫ পিএম
  • ১৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের পদাঞ্চিত ছাত্র নেতার বিক্ষোভ মিছিল পথসভা করে কেন্দ্রীয় ছাত্রদল নেতার কুশ পুত্তলিকা দাহ করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে পথসভা শেষে কুশ পুত্তলিকা দাহ করে।
চলতি মাসের ১২ মে  ছাত্রদলের কেন্দ্র থেকে ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। যেখানে ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সুবিধাবাদী ছাত্রলীগ নেতাকর্মীদের পদায়ন করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময়ে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় বলেন, “তাদের সাথে দীর্ঘদিন ছাত্রলীগের সাথে যোগাযোগ ছিল এবং আমরা যখন ছাত্রদল করতাম তখন তারা ছাত্রলীগ করতো তাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। আমরা কখনো পদের জন্য রাজনীতি করি নাই কিন্তু ছাত্রলীগকে পদ পজিশন দিলে আমরা তা মেনে নিবো না। তিনি আরও বলেন, এখানে পকেট কমিটি হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী অনেক ছাত্রদল কর্মীর বক্তব্য ছিল, তারা ছাত্রদলের প্রতি নিজেদের ভালবাসা প্রকাশ করতে চান, কিন্তু তাদের ওপর নানাভাবে নিপীড়ন করা হচ্ছে। ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেন, “আমাদের সংগঠনকে বিভক্ত করা হচ্ছে। আমরা যৌক্তিকভাবে দাবি জানাচ্ছি, আমাদের নেতাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক।”
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মী সাহরিয়ার শেখ বলেন,” আমাকে ৫টি মামলা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নেতারা নানা ভাবে আমাকে অযথা প্রশ্ন করে বাদ দিয়ে দেয় । আমাকে কোন মূল্যায়ন করে নাই। আমাদের দাবি সুষ্ঠু তদন্ত করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে কমিটিতে রাখা হোক।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রদল কর্মী বলেন বলেন, “কেন্দ্রীয় নেতা রিয়াদের প্রতীকী পুতুলিকা প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের কষ্ট এবং অসন্তোষ প্রকাশ করছি। আমাদের নেতাদের প্রতি এই বৈরী আচরণকে আমরা কখনও মেনে নেব না।”
কলেজ ছাত্রদলের কর্মী মো: ফয়সাল আহম্মেদ বলেন,” সম্পূর্ণ টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে, যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তাদেরকে এই কমিটিতে আনা হয়েছে এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়নি। আমরা চাই যারা মাঠে ছিলো তাদের দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে নতুন কমিটি দেওয়া হোক।”
এদিকে মিছিল ও পথসভা শেষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের পুতুলিকা পোড়ানো হয়।
এ ঘটনার পরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রাবাসে সহ কলেজের বিভিন্ন জায়গায় ছাত্রদলের একদল কর্মীরা হামলা চালায়। পরে ছাত্রদলের দুই গুরুপের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হলে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার পর কলেজে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং কলেজে ক্যাম্প্যাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।
তবে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com