সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মিশুক ড্রাইভার নিহত গৌরীপুরে একুশে পদকপ্রাপ্ত মরহুম হাতেম আলী মিয়ার পরিবারকে সম্মাননা স্মারক প্রদান নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা হিসেবে পদায়িত হলেন মুক্তিযোদ্ধার সন্তান ইসরাত আহমেদ (পাপেল) রাজধানীতে রাত ১১টার পর চায়ের দোকান বন্ধ রাখতে নির্দেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ গরমে অসুস্থ হয়ে ঢাকাসহ ৬ জেলায় ৮ জনের মৃত্যু  দেশের বাজার স্বর্ণের দাম আরও কমলো চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন লয়েড অস্টিন

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১১.৩৩ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বাইডেন মনোনীত প্রতিরক্ষা মন্ত্রীর পদায়ন গতকাল অনুমোদন করায় প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত উৎফুল্ল বোধ করছেন। তিনি হচ্ছেন তাঁর মন্ত্রীসভার এ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি যিনি অনুমোদন পেলেন। সেনেট ৯৩-২ ভোটে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দিয়েছে। তিনিই হচ্ছেন প্রথম আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হলেন।

অনুমোদন লাভের ঘন্টা খানেক পরই অস্টিন পেন্টাগনে গিয়ে শপথ নেন এবং তাঁর কাজ শুরু করে দেন। তিনি গোয়েন্দা বিভাগের ব্রিফিং নেন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ও প্রতিরক্ষা বিভাগের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

যুক্তরাষ্ট্রের সৈন্যদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় অস্টিন বলেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর অগ্রাধিকার হচ্ছে করোনাভাইরাস মহামারিকে নিয়ন্ত্রণ করতে তাঁর দেশের প্রচেষ্টাকে আরও চাঙ্গা করে তোলা। তিনি লেখেন, করোনাভইরাসের এই ধ্বংসাত্মক প্রতিক্রিয়া নির্মূল করার লক্ষ্যে, ফেডারেল সরকারকে আরও দ্রুত এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করতে হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন পর্যন্ত যা করেছে তিনি তার প্রশংসা করেন। অস্টিন সৈন্যদের কাছে এই সংকল্পও ব্যক্ত করেন যে “আমাদের শত্রুদের নিরোধ ও পরাস্ত করতে এটা তিনি নিশ্চিত করবেন যে তাদের কাছে সব রকমের সাজসরঞ্জাম, প্রযুক্তি, অস্ত্র শস্ত্র এবং প্রশিক্ষণ যেন থাকে। মহামারির ব্যাপারে প্রাথমিক গুরুত্ব আরোপের পর রাশিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের বৈরি পক্ষের মোকাবিলার জন্য অস্টিনকে দ্রুত সামরিক নীতিমালাও বুঝে নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com