আল সামাদ রুবেলঃ অষ্টাদশ শতাব্দীর ঢাকাকেন্দ্রিক করে এমন একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’। মামুনুর রশীদের রচনায় নাটকটি পরিচালনা করবেন ফজলে আজিম জুয়েল। এ নাটকেই ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করবেন নাজনীন হাসান চুমকী। এরই মধ্যে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তুতিও নিয়েছেন এ অভিনেত্রী।
ডিসেম্বরের শেষ সপ্তাহে নাটকটির শুটিং শুরু হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুর্শিদাবাদ জয়ের পর পরিত্যক্ত ঢাকা আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফা, মেয়ে উম্মে জোহরা এবং খালা ঘষেটি বেগমকে ঢাকায় নির্বাসনে পাঠানো হয়। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে।
কবরের মাটি জোটেনি যার ভাগ্যে। তার আসল নাম ছিল মেহেরুন্নেসা। এ প্রসঙ্গে চুমকী বলেন, ‘ঘসেটি বেগমের মতো জটিল একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। যা অবশ্যই আমার অভিনয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঘসেটি বেগম সম্পর্কে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে চরিত্রটি বোঝার চেষ্টা করছি।
এর জন্য সবাই ব্যাপক প্রস্তুতি নিয়েই অপেক্ষায় আছেন।’ সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’ এবং পারভেজ আমিনের পরিচালনায় ‘আগুন পাখি’ নামের তার অভিনীত ধারাবাহিক নাটক দুটি দীপ্ত টিভিতে প্রচার হবে। ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় ‘পেন্ডুলাম’ নামের একটি মঞ্চ নাটকেও অভিনয় করছেন চুমকী।
Leave a Reply