মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

পর্যটন অ্যালবাম বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৭.২৯ পিএম
  • ৬১০ বার পড়া হয়েছে

পর্যটন অ্যালবাম বিউটি অফ বরগুনার মোড়ক উন্মোচন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে গতকাল ২০ আগস্ট, রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসন কর্তৃক ‘বরগুনার সৌন্দর্য’ তথা ‘Beauty of Barguna’ নামক পর্যটন অ্যালবাম প্রকাশিত হয়েছে। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত বাংলাদেশের সর্ব দক্ষিণের অপরূপ জেলা বরগুনা। জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত এই জেলার ব্র্যান্ডিং নাম ‘সৈকত সৌন্দর্যের বরগুনা’।

বরগুনা জেলার ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থান, প্রাকৃতিক নৈসর্গিক পর্যটন এলাকা এবং বরগুনার ইকোট্যুরিজমকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরা এবং সংরক্ষণ করাই এই অ্যালবাম এর উদ্দেশ্য। মান্যবর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা প্রশাসন এর কর্মকর্তাগণ, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন এবং পর্যটন ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

এই পর্যটন অ্যালবামে উঠে এসেছে মুজিব অঙ্গন, অগ্নিঝরা-৭১, বুকাবুনিয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভসহ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বহু স্মৃতি বিজড়িত স্থানের অনিন্দ্য সুন্দর স্থিরচিত্র। অ্যালবামের মনোমুগ্ধকর ছবিগুলোতে স্থান পেয়েছে জেলার প্রায় ০৫ কি.মি দীর্ঘ শুভসন্ধ্যা সমুদ্র সৈকত; সৈকত সংলগ্ন ডিসি পয়েন্ট, অবারিত ঝাউবন, সৈকতের অদূরে দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিরি ইকোপার্ক যেখানে দেখা মেলে কুমির, হরিণ, বানরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর স্থিরচিত্র ।

এছাড়াও অ্যালবামে উল্লেখিত ছবিগুলো বর্ণনা করছে মোহনা পর্যটন কেন্দ্র, সিডর স্মৃতিস্তম্ভ এবং ৫,৫০০ একর আয়তনবিশিষ্ট হরিণঘাটা ইকোপার্ক যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদেরকে আকৃষ্ট করে। স্থিরচিত্রসমূহ জেলার মূঘল স্থাপনা বিবিচিনি শাহী মসজিদ, খ্রিস্টান পল্লী, তালতলীর রাখাইন পল্লীসহ বরগুনার বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন উপস্থাপন করে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ অর্জনে কাজ করে যাচ্ছে।

এই অর্জনের অংশীদার হতে এবং এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে বরগুনার পর্যটন শিল্পের বিকাশ বিশেষভাবে গুরুত্ব বহন করে। এ গুরুত্বকে সামনে রেখে বরগুনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যকে একীভূত করে জেলার ইকোট্যুরিজমের অফুরন্ত সম্ভাবনাময় দ্বারকে উম্মেচিত করার প্রয়াসেই মূলতঃ অ্যালবামটি প্রকাশ করছে বরগুনা জেলা প্রশাসন।

অ্যালবামে স্থান পাওয়া ১৫১টি স্থিরচিত্র এই জেলার ভৌগোলিক অবস্থান, সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক সৌহার্দ্য, নৈসর্গিক প্রকৃতি, কৃষি ও সুনীল অর্থনীতি সম্পর্কে ভ্রমণপিপাসুদের মননে আগ্রহের উদ্রেক করবে যার ফলে কালক্রমে পর্যটনে সমৃদ্ধ বরগুনা জেলা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিশেষ অবদান রাখবে বলে জেলা প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com