সুবিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল : লোক নাট্যদলের ৩৯ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ লিয়াকত আলী লাকী’র পরিকল্পনা ও সঞ্চালনায় লোক নাট্যদলের নিজস্ব ফেসবুক লাইভে গত ৬ জুলাই অনুষ্ঠিত হয় দলীয় উপস্থাপনা নিয়ে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান।
নাট্যাভিনয়, আবৃত্তি, গান স্মৃতিচারণার পাশাপাশি ছিল শিল্পের নবমাধ্যম কৃৎকলা তথা পারফরমেন্স আর্ট। পারফরমেন্স আর্ট উপস্থাপনা করে পারফরমেন্স আর্টিস্ট সুজন মাহাবুব। মাত্র অনধিক পাঁচ মিনিট দৈর্ঘ্যরে পারফরমেন্স আর্টের নাম ‘দ্য নিউ ওয়েভ’ তথা নব তরঙ্গ। নব তরঙ্গ উপস্থাপিত হয় একটি পেইন্টিং ক্যানভাসের নেপথ্যে এবং সম্মুখ শিল্পীর অবস্থানের মধ্যে দিয়ে।
আগুন আবিষ্কার, আলোর প্রবাহমান ব্যাপ্তি যেমন সভ্যতার চাকা ঘোরাতে মানুষের অবদান তেমনি পরিবেশ দূষণ, অস্ত্রায়ন প্রভৃতি সভ্যতার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করায় কিছু মানুষেরই নির্মাতার নিষ্পেষণ।
সুজন মাহাবুবের বিশ^াস, তার দ্য নিউ ওয়েভ বা নব তরঙ্গ পারফরম্যান্স আর্টটি মানুষকে সচেতন করার এবং অভয় দেওয়ার বার্তা দিতেই সৃজিত। লোক নাট্যদলের একজন কর্মী হিসেবে দল প্রধান লিয়াকত আলী লাকীর কাছ থেকে এই উপস্থাপনার সুযোগ পেয়ে সুজন মাহাবুব আনন্দিত, কৃতজ্ঞ এবং তৃপ্ত।
Leave a Reply