এইচ আরহিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা-ফুলছড়িবাসী গোবিন্দগঞ্জ উপজেলা হয়ে ঢাকা-বগুড়া যাতায়াতের জন্য কাটাখালিনদীর ওপর প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহনী সেতু নির্মাণকরা হয়।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের সঙ্গে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর এলাকায় কাটা খালিনদীর ওপর এলজিইডির অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহনী সেতু নির্মাণ করা হয়। বর্তমানে সেতুর পশ্চিমতীরের সংযোগ সড়ক ধসে গেছে।
মে মাসের মাঝামাঝি সময়ের বৃষ্টিতে প্রথমে এক ফুটধসে যায়। কর্তৃপক্ষের গাফিলতির কারণে গত কয়েক দিনের বৃষ্টিতেএখন সংযোগ সড়ক পুরোটাই ধসের মুখে। একই সঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে এই সংযোগ সড়ক। রাতে যে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা।সড়কটি দ্রুত সংস্কার করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ সড়কে চলাচলকারী জনসাধারণ।
Leave a Reply