শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরগুনায় প্রবাসীকে হুমকি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের ভাঙচুরের অভিযোগ ঐতিহ্যবাহী সাবদী মাঝির খালে বাঁধ গড়া অপসারণ, স্থাণীয়দের মাঝে স্বস্তি  বহুমাত্রিক এক সাহিত্যসত্তা (প্রবন্ধ)  ইরানের কারাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলা ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা গণিত বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফলাফলের ওয়েবসাইট হ্যাক ইউআইইউ শিক্ষার্থীরা রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ তেহরান থেকে পরমাণু কর্মসূচি সম্পর্কিত বিভিন্ন নথি চুরি করেছিলো ইসরাইল এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির চেষ্টা ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বাতিল

যুক্তরাষ্ট্রে সামাজিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০, ৪.৪৯ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির সময়ে সামাজিক কার্যক্রম আবার শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ নিয়ন্ত্রক বিশেষজ্ঞদের বিস্তারিত পরামর্শ লুকিয়ে রাখার সিদ্ধান্ত আসে হোয়াইট হাউজের সর্বোচ্চ পর্যায় থেকে।

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস সরকারের অভ্যন্তীন ইমেইল এবং নথিপত্র থেকে এ কথা জেনেছে। ঐ নথিপত্রে এটাও দেখা গেছে যে বৃহস্পতিবার এপি এ রকম একটা খবর দেয়ার পর যে এ ব্যাপারে কাগজপত্র লুকিয়ে ফেলা হয়েছে, ট্রাম্প প্রশাসন তার মূল বিষয়গুলো দ্রুত অনুমোদনের জন্য সামনে নিয়ে আসতে বলেন। ইমেইলগুলোতে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এই জরুরি সময়ে দেশকে নির্দেশনা প্রদানের জন্য কয়েক সপ্তাহ ধরে কাজ করার পর, দেখতে পায় যে তাদের সব কাজ রাজনৈতিক ভাবে নিয়োগ পাওয়া লোকজন বাতিল করে দেয় এবং এর কোন ব্যাখ্যা ও দেয়নি।

Guidance for Implementing the Opening Up America Again Framework, শীর্ষক ঐ নথি গবেষণা করে তৈরি করা হয় এবং এর লক্ষ্য ছিল ধর্মীয় নেতা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিক্ষক এবং রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাহায্য করা যখন তাঁরা তাঁদের কাজ কর্ম আবার খুলে দেয়া শুরু করেছেন। তবে গতকাল হোয়াইট হাউজের মুখপাত্রী কেলি ম্যাকএনানি বলেন যে এই সব নথিপত্র CDC‘র পরিচালক রবার্ট রেডফিল্ড অনুমোদন করেননি। অবশ্য নতুন ইমেইলগুলোতে দেখা যাচ্ছে যে রেডফিল্ড এই নির্দেশিকা অনেুমোদন করেছিলেন। তবে এই অনুমোদন সত্বেও প্রশাসন এটি ৩০ শে এপ্রিল সরিয়ে রাখে।

রেডফিল্ড যিনি হোয়ইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সেরও সদস্য ১০ই এপ্রিল, ইমেইলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের, যাদের মধ্যে প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এবং শীর্ষ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে এবং জোসেফ গ্রোগান ছিলেন তাদেরকে এই নির্দেশিকার কথা জানান। কিন্তু পরে এ ব্যাপারে আর কিছুই জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com