রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রি ফিলিস্তিন’ লেখা পতাকা হাতে নেইমারের ভাইরাল ছবিটি এআই দিয়ে করা সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪ জন কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিংয়ের আশঙ্কা ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করা হবে না : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ স্লোগান ফ্রি ফ্রি ফিলিস্তিন ১২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনীর জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছেছে নববর্ষের শোভাযাত্রার জন্যে ফ্যাসিবাদের প্রতীক মুখাবয়ব পুড়ে গেছে পরীক্ষার আসন ছেড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন। ২৪ ঘণ্টার আল্টিমেটার। নইলে আত্মহত্যা আমতলী বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদকসহ আট আওয়ামী লীগ নেতা জেল হাজতে

এসএসএফ সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী ব্যাংক হিসাব জব্দের আদেশ

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭.০৪ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের ৩৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা রয়েছে। এছাড়া ঢাকা মহানগরে থাকা দুটি ফ্ল্যাট, একটি প্লটসহ ৬৯ দশমিক ৭৯ শতক জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ‘মজিবুর রহমানের ২৪টি ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব জব্দ ও ফ্ল্যাট, প্লট, জমি অবরুদ্ধের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।’ জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে— মুজিবুরের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লটসহ চার দলিলের খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি। এছাড়া স্ত্রীর নামে থাকা ঢাকার ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় একটি ফ্ল্যাট, ক্যান্টনমেন্টের বাউনিয়া এলাকায় ৭ দলিলের জমি।

দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক মো. সিরাজুল হক সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।

পরে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, মুজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেন।

আবেদনে আরও বলা হয়েছে, তার দখলে রাখা ও বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা এবং উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগ রয়েছে। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নিজ, স্ত্রী ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে বিভিন্ন স্থাবর সম্পদজব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তাদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com