বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিসিএস একজন প্রার্থী পরীক্ষায় সর্বোচ্চ ৪ বার অংশহণ করতে পারবে পুলিশ কর্মকর্তা শহীদুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল জাতীয় পতাকার অবমাননা করায় ইসকনের ২ যুবক গ্রেপ্তার সাংবাদিক পরিবারের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে : উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ একুশে টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভূষ্মিভুত; কোটি টাকার ক্ষতি নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফের শিরোপা জিতলো বাংলাদেশ স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

পুলিশ কর্মকর্তা শহীদুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭.১৯ পিএম
  • ০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ঢাকা জেলা পুলিশের সাবেক কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদুল ইসলামকে শাহবাগ থানার মাধ্যমে ট্রাইব্যুনালে আনা হয়।

এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারসহ তিন বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদুল ইসলামকে তোলা হয়।

একপর্যায়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকেও গ্রেপ্তার করে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়ে।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

— ইউএনবি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com